তারপর- দুইটি বছর হলো পাড়, স্বপ্নের সারথী,
বসুকুমারের মনে আত্মবিশ্বাসে বলীয়মান শক্তি।
তবে এত সুখ সহ্য হয়নি বিধাতার কাছে,
জীবন গেল একে একে ওলাবিবি তরে।
ওলাবিবি এসেছিলো জমকালো আয়োজনে,
গ্রামের চেহারা পাল্টে দিল, হয়ে গেল জন শূন্যে।

ছোট কুঁড়েঘরে তার আঁছড়ে পড়ে অশুভ আত্মা
ওলাবিবি তাণ্ডবে মলিন হলো তার ধরা।
বটের ছায়ার ন্যায় পিতার অস্থিত্ব গেল চলে,
সাথে নিয়ে গেল ছোট বোন, ছিল বেশ আদুরে।
কত স্মৃতি, কত কথা ভেসে উঠে তার মনে,
কত বেলা পাড় করে একেলা বিষণ্ণ বদনে।

বার বার চোখে পুতুলের মতো বোনের চাহনি,
কত শত স্বপ্ন ছিলো তার, সবে স্কুলের জার্নি।
অন্ধকারে বন্ধ ঘরে কাঁদে তার মায়ের প্রাণ,
দিবা নিশি মগ্ন বিরহী প্রিয় বিয়োগে রক্তক্ষরণ।
ডাহুকের সর্বনাশা আর্তনাদ চলেছিল ঘরের ছালে,
আদা দিলো চুলায়, কাজ হয়নি, সন্তান গেল চলে।


*পর্ব আকারে চলবে।