জীবনের তরী ভাসছে, অজানা স্রোতের প্রহসনে,
যুবক আজ বেঁচে থাকে বয়সের বেগতিক আবর্তে।
যুবার ছায়া এখন বসু কুমারের চোখে মুখে-
কলতান ভাসে তার অমায়িক জীবনের ছন্দে।
বসু কুমার এখন স্বগর্বে উচ্ছ্বসিত যুবক-
চোখে মুখে তার কত জানা অজানা স্বপ্ন ফোটে।
বয়সটাই এরকম, মনে সাহসের জোয়াড়,
জয় করবে একাই এই জগৎ সংসার।

দুই বোন এক ভাই, বসু কুমারের মনের পাহাড়,
পিতামাতা নিয়ে তাদের সোনার সংসার।
মফস্বলের ছোট গ্রামে তার জীবনাচার,
সম্পদের নেই ছড়াছড়ি, যা আছে চলে পরিবার।
ধার দ্যানায় জমি করে বর্গায় করে চাষ,
সবজির মাচায় ভরপুর, আঙিনার চারপাশ।

সেবার উচ্চমাধ্যমিকে ভাল ফলাফল তার,
পিতা মাতা মহা খুশি স্বপ্ন নানা প্রকার।
ইচ্ছা ছিলো শহুরে কলেজে পড়াবে ছেলেকে
টাকার অভাবে ভেস্তে গেল ইচ্ছার শুরুতে,
কত সহপাঠি, গেল শহরে, করে অহর্নিশি মাস্তি
বসু কুমার ভাবে শিগ্রই পাবে জীবনের পরিণতি।


*পর্ব আকারে দেওয়া হবে।