জমিনে জমিনে আজ নেমে গেছে ইবলিশের ছায়া,
মানুষ রূপি শয়তানেরা আজ ব্যবিচারে কান খাড়া-
অন্যায়কে করে গুরু ভক্তি, মানুষ রূপের আচরন,
সুযোগ পেলে, আকড়ে ধরে, করে পূণ্যসূর্য গ্রহণ।
যুগে যুগে হয়েছে কত ইবলিশের আগমন,
সূর্য সন্তানের জীবন গেল, কাঁপে সাড়া ভূবন।
সিরাজ মিশে গেল সেই কবে, ইবলিশের শুরু,
প্রতিবাদ করতে গেলেই, চৌদ্দ শিকেতে মৃত্যু।
শত শত হচ্ছে খুন, অহরহ হচ্ছে গুম,
কবে নাগাদ ভাঙবে তবে, দেশ মালিকের ঘুম?
স্কুল কলেজে শিক্ষা নাই চলছে ডাকাতি,
ক্লাস সেভেনের ছাত্র নাকি দলের সভাপতি!
কবে শুনবো শিঙ্গার হুঙ্কার , কবে পাব ডাক?
এই প্রভাতে জন্মে আমি করেছি মহা পাপ ।