হে উচ্চাকাঙ্ক্ষী!
কে তুমি? রয়েছে অস্থিত্ব সংকট,
আগুনের কুণ্ডলী উড়ে পশ্চিম কেন এত প্রকট?
কে তুমি?
মরুভূমির স্বার্থের তরে আরবীয় প্রহরী?
নাকি হার্জেলের বিরুদ্ধে তুর্কী হামিদীয় মহা হুঙ্কার!
হে স্বার্থান্বেষী!
কি তোমার পরিচয়? নিছক অভিনয়!
দেখো আজ কোথায় ফারাওদের প্রাচুর্যের গুপ্তধন,
কে তুমি?
আরবীয় বনিকের বেশে জালিমের চর?
নাকি অন্যায়কে করা নতশির সালাহউদ্দীন সহচর!
হে পিশাচীমূর্তি!
কে তুমি? রূপের মোহ ছড়ায়!
ইতিহাস দেখ আলেকজান্দ্রা লারোসায় কি বিভৎস,
কে তুমি?
সুন্দরের পূজারী মোঘল সাম্রাজ্ঞীর কোন দোসর?
নাকি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হালিমার বিখ্যাত অনুচর!
হে পাপিষ্ঠ!
কে তুমি? পাপের সমুদ্রে নিমজ্জিত!
কাউন্ট লিওন থেকেই প্রহর শুরু মোহাম্মদ আলীর।
কে তুমি?
যৌবনে তরঙ্গে উপচে পড়া স্বর্গের অমৃত সুধা?
নাকি ধর্মের তরে অসুরের হাতে বিলীয়মান জনতা!
হে উচ্চাকাঙ্ক্ষী, পাপিষ্ঠ, স্বার্থান্বেষী যা হও তবে,
খোদার কাছে ক্ষমা চাও আজিকে! নাহয়-
নাহয় মস্তক ছিন্ন করিব আজ পদতলে রেখে,
অব বিভৎস চিত্র এঁকে দেবো অন্যায়ের দেয়ালে।