আমি রাজাকারের সন্তান নই, কোটার চাপে রাজাকার,
হাঠুর নিচে গিলু নিয়ে, জাতি হত্যায় নির্বোধের সমাহার।
মূর্খের দল, ৯৬% কোটা দিলি, প্রথম খুটি করলি নড়বড়,
আইন প্রণেতা বানিয়েছ মূর্খকে, জনতা তোমায় ধিক্কার।

নন ক্যাডারে ৬১, বিসিএসে ৫৬, তবে ঘটুক আবার ১৯৫২!
৬৬'তে রাওয়ালপিন্ডি, সামরিকে দিয়েছিলো ৯১% কোটা,
মূর্খের দল, শিক্ষা-শাসন রাষ্ট্রের চলন, শুরু করলি ধ্বংসলীলা।
পাঞ্জাবের শাসনে আর কোটালির কুঠারে তফাৎ কোথায় তবে?

*বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লিখা। ব্যক্তিগত কারনে এতদিন প্রোফাইলে আসতে পারিনি।