সূর্য এসেছিলো আলো ছড়িয়েছে সেই ভোরে,
আলোর পিঠ ঠেকে গেছে পশ্চিম দেয়ালে-
পশ্চিম আকাশে বিদায়ী সংবর্ধনা, রক্তলাল ধরা!
ব্যস্ততা সেরেছে পৃথিবী, ফিরে আসে হংস বলাকা।
দক্ষ যজ্ঞের ন্যায় অভিষেক পদে পদে-
মহাবিদ্রোহে রাতের আয়োজন চলে দিগন্ত রেখার ওপারে।
বেরিয়ে আসে পেঁচা, আলোর গভীরে লুকিয়ে থাকা-
আঁধারের সাথে গলাগলি, আলোর সাথে শত্রুতা।
মানব জনম আঁচলে লোকায়, ইবলিশের চলে রাজ প্রথা,
ধোঁয়ায় ধোঁয়ায় আচ্ছাদিত সমাজ, শশ্মানে রাজপিতা।
মিত্রতা তার মন্ত্রীর সাথে, মিথ্যার সাথে দোস্তি,
সত্যের সাথে শত্রুতা, ন্যায়ের সাথে তার অস্বস্থি।
দক্ষযজ্ঞ কবে শেষ হবে, নীলকণ্ঠ করবে প্রলয়নৃত্য,
মানবতা হারালো মুনিব আর সাধু হলো তার ভৃত্য।
দেয়াল টপকে কবে আসবে আলো ? শুরু হবে ব্রত-
জরিমানাসহ ধরা হবে তাকে, হবে সত্যের কাছে পদানত।