যদি ছেড়ে যাও ব্যস্ত নগরীর যান্ত্রিক কোলাহলে,
হয়তো যাযাবরের ন্যায় শূন্যতায় থাকবো দাড়িয়ে।
যদি মুছে ফেলি স্বরচিত লেখা চিহ্ন আর কবিতা
তবে বুঝবে কি বাকহীন নিরবতায় খোঁজা ভাষা?

যদি চলে যাই অজানায় দূর দেশে যাযাবর সেজে,
আর না-ই ফিরি পিছু ডাক বা প্রণয়ের আহ্বানে।
যদি কবিতার ভাষা হারিয়ে যায় পিছুটান ছেড়ে-
জানবে কি কভু? কার নাম লেখা গল্পের অভিমানে?

তবে, ভুলে যেও সবই, মুছে দিও কল্পিত সব ছবি
মনের মধ্যে জমা কাব্য মুছে দিলাম আজ সবি।
ভেঙে ফেলো গল্পটা আজ মুখোমুখি সময় সল্পতায়
ঝরে যাওয়া অশ্রুতে চিত্র আঁকা থাকুক প্রণয়ে।

যদি ভুল করে কভু, মনে পরে, রেখো না পিছুটান,
বিশ্বাসে পুরনো সে অভ্যাসে, আমি আর নেই -
নেই, নেই, কাছে রবো না আর মিশে তব নিঃশ্বাসে,
ঢঙ্কা বাঁজে, শুনা যাচ্ছে ঐ মৃত্যু দূত এসেছে কাছে-
অন্তিমের পথে আছি, আত্মার সমাধি হোক তবে।