প্রভুর কাছেই নালিশ জানাই
মানুষের কাছে চাইনা বিচার
কোথা হতে উড়ে এসে জুড়ে বসে
মালিকের উপড় করে প্রহার।
শহরে আজ রক্তের ছড়াছড়ি
অন্তর কাঁপে না মৃত্যু ভয়ে
জমিন যে কাঁপে মারণাস্ত্রের আঘাতে।
মার খাবে মুসলিম, ছাই হবে সভ্যতা
এইতো পশ্চিমা অপসংস্কৃতি
তাইতো আজ গড়ে ওঠে
ফিলিস্তিনে ইহুদী সন্ত্রাসী ঘাঁটি।
কোথায় ইরানী? কোথায় তুর্কী? কোথায় মানবাধিকার?
কে ধরেছে প্রতিবাদের ঢাল-তলোয়ার?
মুসলিম বিশ্বে নাই যে একতা
তাইতো মিছিলে লাশ, ফিলিস্তিনে হাহাকার।
কোথায় নিরাপত্তা? কোথায় জাতিসংঘ?
কোথায় শান্তি? কোথায় ইউরোপীয় ইউনিয়ন?
ধিক্কার জানাই হে ১৫৭কোটির মুসলিম বিশ্ব
কেন করেছিলে ইসলামী ওআইসি গঠন?
অমুক সংঘ তমুক সংঘ চোখ মেলে দেখো
লাগেনি তো কোনো সংঘের ধারা
আফগান কেমনে পশ্চিমা সৈন্য করছে তাড়া।
ওহে সন্ত্রাসী ইহুদী জেনে রাখো তুমি
জয় হবে ইসলামের,উড়বে কালিমার নিশানা।