ক্ষমতা পাওয়ার আর ক্ষমতা রক্ষার নিদারুণ দ্বন্দ্ব
মাঝে অসহায় সহস্র পুড়ে ছাই, হলো এক প্রবন্ধ।
কি অপরাধ, কোলে থাকা সেই শিশুরূপ প্রাণ
কবে হবে শেষ ক্ষমতা লাভের পৈশাচিক প্রহসন?
রাষ্ট্র হলো পুড়ে ছাই, প্রাণের কোনো দাম নাই,
প্রচলন করেছি, সহস্র বাধা পথে, ধ্বংসের তরী।
কলুষিত যুগে আজ নগরীতে কি নিদারুণ দুঃসময়
নতুন রঙে লিখা হবে কাল আমারই নৃশংস পরিচয়।
এরপরেও যদি বেঁচে থাকে কোন অসহায় প্রাণ
কি জবাব দিবে তুমি দেহ জুড়ে খুনের যে ঘ্রাণ।
নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা পাওয়া গর্বিত জাতি,
ঝরে যাওয়া প্রাণের বিনিময়ে, ধরব শাসনের গদি।
ক্ষমতার দ্বন্দ্বে কি নিকৃষ্ট অন্ত্যেষ্টিক্রিয়ায় হলো শেষ
সে আবেগ,সে যে ভালবাসার মোহনগঞ্জ এক্সপ্রেস।
সাতদিনের মাঝে কি বিভৎস রূপের বহিঃ প্রকাশ,
দুমড়ে গেলো সাতটি বগি প্রাণের হলো বিনাশ।