ধর্ষণ ধর্ষন চারদিকে ধর্ষন,আর কত?
টাইমলাইন স্ক্রলিং-এ সংবাদ শত শত।
ধর্ষণ,নারী নির্যাতন, চারদিকে অহরহ
কাঠগড়ায় উঠেনি বিচারকের কন্ঠ।
৪১-এ গড়ে তুলব সোনার বাংলা
থানার ফাইলে চাপা পড়বে ধর্ষণের মামলা।
চেয়ে দেখ পশ্চিমে ইরান আফগান,
ধর্ষণের প্রমান মিললে কেটে দিবে পরাণ।
চেয়ে দেখ মিশর সৌদি, ইসলামেই শক্তি
নেই কোনো ব্যভিচার,হত্যার বিহারিণী।
হত্যা বা দন্ড কোনো কিছুই হবে না
টাকা নিয়ে ছেড়ে দিবে,এটাই আইনের নিশানা।
রাস্তায় বোন নিয়ে ভাই চলিলে,
চায়ের দোকানে বসে থাকা শকুনের ছায়া পড়ে,
আসো ভাই ইসলামিক পন্থায় বদলাব সমাজকে।
ওগো জাতি, কি করিলে পাবে যুক্তি
জানো না? সভ্যতার পাহাড়ের পিছনে নারীদের শক্তি।
হায় পুরুষ,তুমিও তো সভ্য ছিলে,হলে অসভ্য
ভুলে গেলে ইসলামী ইতিহাস,ছিলে সৎ সভ্য।
তোমাকেও বলি নারী,তুমি শক্তি,তুমি সম্মান
ইতিহাস ভুলিলে চলিবেনা,পর নর প্রশ্রয় দিওনা।
তুমি নারী,অন্যায় সংহারিনী যথাপরং সর্বগ্রাসী
রুকে দিবে হাত,হোক সে ধর্ষক ব্যভিচারী।
চাই না ফাঁসি,চাইনা কারাদণ্ড
গড়ে তোল চিড়িয়াখানা,রেখে দাও ধর্ষক,
শিশুদের ছেড়ে দাও,দেখুক,চিড়িয়াখানায় ভক্ষক
আশা রাখো বদলাবে সমাজ,হবে ন্যায়বিচারক।