হঠাৎ করে জানলার ধারে একটি শুক পাখির আগমন,
বলছে ডেকে ধরিত্রী আজ শুরু করে ধ্বংসের প্রহসন।
বের হইয়ো না তবে গাছের কুটীর থেকে ধ্বংসলীলার মাঝে,
ধ্বংসলীলার প্রহসনে তুমিও ডুবে যাবে।
বের হয়েছিলাম! খাদ্যনালীর যন্ত্রণাতে, ছানা গুলো অনাহারে,
কালো ধোঁয়ার অন্ধকারে, প্রদোষ কালের প্রহর ভেবে।
প্রদোষ নয়, তবে আলোর ছলে, কালো টায়ারে আগুন জ্বলে,
গাড়ির ভিতর সন্ধ্যা নামে, শুক পাখিটি জ্বলে মরে।
জ্বালো জ্বালো আগুন জ্বালো, অগ্নি ধোঁয়া শ্লোগান ভাসে,
কেনো এতো নৃশংস, কেনো তবে মৃত্যু ফাঁদ, সভ্য হবে কবে?
সভ্যতারি উৎকর্ষে, একবিংশ শতাব্দীর প্রারম্ভিকে,
কেনো এত লাটিচার্জ? কেনই বা বাজে গ্রেনেড সাজে?
এই কি তবে গ্লোবাল ভিলেজ, মানুষ মারে অসূর সুরে।