আলোয় ঝলমলে বেইলী রোড, এখন পোড়া গন্ধ,
ভস্ম হওয়া ভবনের চারপাশে শত আহাজারির কণ্ঠ।
আগুনের লেলিহান শিখায় দগ্ধ হওয়া অশরীর আর্তনাদ,
ছাইয়ের ভাঁজে ভাঁজে জমা, জীবনের কত স্বাদ।
দগ্ধ হলো জনতা, দগ্ধ হলো ছোট্ট পুতুল শিশু,
কে নিবে দায়বার? অঙ্গার হতে পারি আমিও পরশু।
ট্রেনের পরে এসেছে বেইলী রোড, ট্রাজেডির আহাজারি,
আগর বাতির ঘ্রাণ আসছে, লাশ সাজানো সারি সারি।
জ্যান্ত শিশু অনলে পুড়ে হয়ে গেছে আংড়া,
রুদ্ধ বাঁকের কন্যা হারিয়ে পিতার হলো চির নিদ্রা।
আজ বুঝি কেয়ামত, প্রভাতে দাফন, সারি সারি লাশ,
পবিত্র আত্মার শাশ্বত প্রলয়যজ্ঞে আমন্ত্রিত মহাকাশ।