অন্ধকারের মধ্যে একটি সূর্য উদয়
এক নতুন দিনের সকালের অভয় ।
আলোর নতুন দিগন্ত উন্মোচন,
ঈর্ষায় চাঁদের ও হয়েছিলো চন্দ্রগ্রহণ ।
ভাবছো কি? পাচ্ছেনা খুঁজে,
নিশ্চয় জ্ঞানের আলো আব্দুল হামিদের অর্জন ।
জ্ঞানের খ্যাতি মানুষের কাছে সুগন্ধির ঘ্রাণ,
এমন এক খ্যাতি যা কস্তূরীর ন্যায় অসাধারণ।
এমন এক বিচারক, যেন অপরাধ কথা কয়,
ন্যায়ের কাছে অন্যায়ের ছিলো না অভয়।
এ অতীতের গল্প, যারা সত্যের পথ করে অন্যুসরণ,
পবিত্র প্রতিজ্ঞা, আল কুদস রক্ষাই তার প্রজ্ঞা, স্মরণ।
ন্যায় দিয়ে করেছেন আলোকিত, উড়িয়েছেন সান্জা,
নবীর প্রতি ভালোবাসা ছিলো শিরায়, এটাই সত্ত্বা-
অটোমান হামিদ খান ছিলেন এমন এক নেতা।
যার ছিলো নিশ্চিত বিজয়ের সমাচার,
আপনি কি শুনেন না? মুছে গেছে সোনালী অতীত!
কতশত মুসলিম সইছে, জালিমের প্রহার।
মসজিদুল আকসা ডাকছে আপনাকে,
জমেছে কান্নার পাহাড়।
আজ কোনো এত বৃষ্টি ঝরে? কেন পাথর ছুড়ে?
সেদিন ধরেছিলো কাঁপুনি শত ইহুদীর বুকে।
কতশত উন্নয়ন হয়েছিলো আপনার কালে,
আবার ফিরে আসুক না সেই সুবর্ণ দিন!
গড়ে উঠুক কামনার ইসলামী সোনালি অটামান।