আমি, আমি তো মানুষ,
বিধাতা লিখে দিয়েছেন কপাল
হোক না দুঃখ, হোক না আনন্দের উচ্ছ্বাস।
ওহে সৃষ্টিকর্তা, একটু ভালো লিখতে পারিতা,
কেনো এ অবিচার, কেনো এত অন্তর প্রহার?
বিশ্বাস করি মোর প্রভু তুমি যে নিরাকার।
কপালের লিখা দেখি না, যদিও হয় কদাকার,
লিখিয়াছো তুমি সৃষ্টির সূচনা লগ্নে নানা প্রকার।
যদি জানিতে পারিতাম, তবে থাকিতাম স্থির,
দেখো তুমি, আজ অন্তরে ডাহুক পাখির প্রহার।
কত স্বপ্ন, কত আশা, কেনো এ মনের হতাশা?
কত সিজদায় কেঁদেছি, দেখোনি তুমি প্রভু?
কতকাল নির্ঘুম কাটিয়েছি, হিসাব রাখিনি কভু।
তুমিতো আশা, তুমিই ভরসা, তবে কেনো এত অবিচার?
এই ক্ষুদ্র পৃথিবীতে শুকরের অপবিত্র ক্ষমতার পাহাড়।
কেনো প্রভু, দেখোনি কভু? নেই তো অজানা তোমার।
তবে কেন এত পণ্ডশ্রম? শূলে ছড়িয়েছে মাথা।
আকারে, প্রকারে বুঝেছি এই কালে মানস ব্যথা।
যাইহোক প্রভু, অভিমান রাখিনি এ বুকে-
তোমার ডাকে নিশাচর হবে শতসহস্র কালে।