পাখিটা ডানা ঝাপটাচ্ছে, মুক্ত আকাশে উড়তে মানা,
শেকল পড়া আজ নবজাতক, চরনযুগল লোহায় বাঁধা।
কবে ছিঁড়বে শিকল, খুলবে লোহার পিঞ্জিরা?
নীল আকাশে ডানা মেলবে, দিবে স্বাধীনতার মহড়া।
তবে সেই স্বাধীনতা করে আসবে? পাখি বাঁচবে?
ছোট্ট মস্তিষ্কে কিভাবে এত সহস্র যন্ত্রণা নিবে?
হৃদযন্ত্র যাবে থেমে, খাঁচার পাখি যাবে উড়ে।
মস্তিষ্ক হবে বিকল, মনুষ্যত্ব যাচ্ছে ক্ষয়ে।