আজকের শিশু,
সবুজ শ্যামলে সাজানো মন
মনে নেই কোনো ঘৃণার জল
বাহুতে দেশকে রক্ষা করার
রয়েছে এক শক্তি খোয়ার।।
আজকের শিশু,
শিক্ষার আলো এক কোণে গাঁথা
নিজেকে সাজিয়ে তোলার নতুন প্রত্যাশা
পিছনে তাকানোর নেই কোনো কারন
বর্তমান,ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল লাঙল।।
আজকের শিশু,
ভোরের কুয়াশায় লুকানো আকাশ
জীবনের দীপ্তি জ্বালানোর নতুন বাতাস
বাঁধা আসতে পারে আলোর মাঝে
টিকে থাকতে হবে ওদের রেখে পাছে।।
আজকের শিশু,
দেশকে করবে রক্ষা,হবে তারা সর্দার
শত্রুকে করবে ধ্বংস,করবে চুরমার।।