আমি যদি ঝরে যাই  আহত গোলাপ
অভাব বুঝিয়া কেউ ঝরাবে কি লোর?
আমার যাবার দিনে ব্যথা হবে কারও
কেউ কি তুলিয়া নেবে বুকের ভেতর?

যেও না যেও না ডাকে ফেরাবেই কেউ
যাবার গতিটিকে করে দিবে ধীর?
ভালোবেসে ফের কেউ ফোটাবে আমায়
যতন করিবে এই মরা গাছটির?