আমার কোথাও ফুল ফোটে না
বুকের বাগান মৃত-
কেউ যদি আজ জলের হাতে
একটু ছুঁয়ে দিতো।

কেউ  যদি আজ পাখি হয়ে
বসতো আমার কাছে-
কেউ যদি আজ ভালোবেসে
ফুল ফোটাতো গাছে।