দিনগুলো সব রাত থমথম
সুখে’রা ঘর ছাড়া-
বুকের ভেতর বেজেই চলে রোজ
বেদনার একতারা।

সেই বেদনা কারে বলি
কারে শোনাই গান?
কেউ এসে মোর পাশে বসে
দে এগিয়ে কান।