ইচ্ছে করে জড়িয়ে ধরি তোকে
দিবস শেষে মন খারাপের শোকে।
ইচ্ছে করে চুমাই দুটি গাল-

হঠাৎ করে হুশ হলো মোর যেই
আমার কোথাও একটা তুমি নেই!
আমার শুধু মন বাগানে দুঃখ চিরকাল।