খুব হতাশায় ডুবলে তবেই
তোমায় পাতি হাত-
আমার অন্ধকারে মেলাও খোদা
আলোর মোলাকাত।

সতেজ করো বুকের বাগান
দাও করুণার বর্ষা-
সকল কালোয় দাও জ্বালিয়ে
সকাল বেলার ফর্সা।