চোখে-চোখ হলো দেখা,
বুক পেলো ঝাঁকি !
রস-মেখে হলো কথা
প্রেম হৃদয়ের পাখি ।
দুর পেলেও চোখ রাখি,
যদি থাকো তাকে ?
হেঁটে-হেঁটে কাছে চলি
কেনো মুখ রাখো বেঁকে !
মজা-মজা কথা হলো
কেনো পায়ে রাখো পাও ?
মনের কথা মুখে বলে ,
মন কেড়ে নাও ।
এতো রূপে এতো হাসি,
ওড়নায় চেপে !
প্রথম প্রেমে দাঁড়াতেই ,
কার না বুক উঠেছিল কেঁপে ?
ঘেঁষে কেনো মোর পানে,
দিয়ে ওড়নায় ঝাঁকি !
ছূয়েছে, হৃদয়ের স্পন্দন;
বলো কী করে থাকি !!!
এনা-এনা মন নিলে ,
থাকে আর কি ?
আগে কেনো দেখা হলেই,
বলেছিলে ছিঃ !
তুমি আমার আমি তোমার,
- ভাবে বুঝেছি !
চোখের একনাম মধুর মিলন
- আগেই খুঁজেছি ।
তাই এতোদিনে বুঝিলাম,
ভালোবাসার মউ !
বিয়েতেই বুঝা যাবে,
কার তুমি বউ ।