মান সন্মান বাড়ায় যেটা
তাকেই বলে কর্ম।
ছোটো বলো বড়ো বলো
সব কাজেরই গর্ব।
শিক্ষিত,, জ্ঞানী ধারধারে না
না জানে হে বংশ।
মানের ভয় যে করেছে
সেই হয়েছে ধ্বংস।
কেও রয়েছে লোডার পদে
কেও রয়েছে কামলা।
কেও খেটেছে বিদেশ পথে
কারো পদটি যতো আমলা।
কেও বসে নেই ঘরে ঘরে
পন্ডিত,,জ্ঞানীর আনে।
সংসার জ্বালা বড়ো জ্বালা
কর্মেই গুন জানে ।
কারো আশা কেও করোনা
ঘরের কোণা ছাড়ো।
আস্তে আস্তে কর্মই তোমায়
করবে অনেক বড়ো ।
গরীব গরীব করছো যাকে
সেতো কর্ম হারে নাই।
পচতে পচতে হয়ছে ভালো
এখন আফসোস করা ছাই ।
কর্ম মানেই কষ্ট করা
কর্ম মানেই ভোগ।
কর্ম মানেই সুখ,শান্তি
কর্ম ছাড়া রোগ।
যে কর্মই হোক না কেনো
ধৈর্য পরিচয় ?
কর্মহীনদের বাহির ভালো
ভিতর খালি ভয়।
কর্মে কর্ম মর্ম বোঝো
খোটা,শরম করো ত্যাগ।
কর্ম করেই মানুষ বড়ো
কর্ম করেই দেখ ?