ঘুরেফিরেই তুমি Wander
ঘুরেফিরেই তুমি? আবেগ,বিবেক জাগ্রত কতো যে অনুভূতি, সকাল,সন্ধ্যা,রাত্রি পরবাস। ক্লান্ত- শ্রান্ত অনন্ত মরুভূমি- মুকুটের তাজমহল" পড়ানো রক্ত দিয়ে গড়া লেলিহান নিশানায়, ঘুরেফিরেই" তুমি। কতো যে স্বপ্ন, কতো যে মায়াবী, কতো যে বর্ণের চোরাবালিতেই বাস্তবতা ঘুচানো ঘুরেফিরেই" তুমি। তোমার জালে আটকানো বাঙালির হৃদয় নিংড়ানো, মন জুড়ানো গঙ্গা চরভুমি। তুমি আছো বলেই বাঙালি, খুঁজিনি স্বয়ং স্বার্থ বদলাতে। তোমার কারনে কতো গদ্য, কতো যে পদ্য, কতো যে কবির চরণে বলি দেওয়া ঝঞ্ঝার। কতো দিন আর কতো মাস, কতো বছর যাপে যাপে ঘুরেফিরেই" তুমি। তোমার জন্মভূমির প্রাণ চঞ্চল ফিরানো গণতান্ত্রিক মুক্ত দ্বারে! বাঁধাহীন ক্ষণে, ক্ষণে দগ্ধ জ্বলে নবো গঠিত পাঠশালা, তোমার চরণে, চরণে আজো দীপ্ত মোরা মুক্ত হাওয়া। তুমি টনক তুমি তো বাঙালির ঘরে ,ঘরে বসানো বিদ্যুৎ বাল্ব! কখনো হাহাকার কখনো ধিরে ,ধিরে ঘুরেফিরে আসা বিদ্রোহী- স্বর্ণকার। তুমিই স্বাধীনতা, তুমিই ঘুরেফিরেই তুমি?
কবিতাটি ৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৬/০৩/২০২৫, ০২:২৩ মি: