জল,স্থল ও অন্তরীক্ষে যারা আজও; শ্রম-কর্মে বসতি!
তাদের তোমরা ভুলিতে পারো,আমি ভুলিনি ?
হস্ত-পা,চক্ষু-দেহ,কর্ণ- মস্তিষ্ক ছিন্ন ঝলসানো !
নিম্ন-উর্ধ্বে জীবন বাজীতে গড়েছে,এ বিশ্ব কার জানো ?
কেঁদেছে,পুড়েছে,ভিজেছে,কেঁপেছে,পচেছে তবুও;
বিশ্ব জনাকীর্ণতায় দিয়েছে মুত্যুতে, হারমানি তবুও;
সকাল-সন্ধ্যা-রাত্রী,বলো ওরা" গ্ৰহ, নক্ষত্র, তারা ।
জমীন-আসমান সাজিয়েছে, তবুও কেনো অন্ধকারে ওরা" ?
হাতুড়ে পিটাইয়া,পিটাইয়া চর্ম করেছে ক্ষয়;তবুও পঙ্গুত্ব দ্বার !
গুপ্তো ফুঁপিয়ে কেঁদেছে, দেখার আছে আজ কার ?
সফ,সফল বলো, আজ কে খুলেছে; এই উন্নত দ্বার ?
স্বয়ং স্বার্থে মরিছো, কখনো কী আঁখি খুলিছো একবার ?
ওরা ধর্ম,দেশ,জাতি,বিশ্বকে কখনো করিনি পর ?
বিলিয়ে দিয়াছে,সর্ব শ্রম; জাগতিক এক শূন্য ভর ।