আসিনি বলে আসবো তাই বুঝি বিবর্ণতা !
থাক আজ,পড়ন্ত বেলায় নিভু নিভু ভাব,
কঠিন এক আস্তানায় গেড়েছি শেষ সম্বল ।
তাতে কী তবুও বলছি আসবো ?
না হয় নির্লজ্জ,বেহায়ার কপাটেই ভেঙেছি !
ক্ষান্ত হয়নি তবুও শান্ত,উদয় পথে অগ্ৰযাত্রা;
তবে না জানি শেষ শুরুটাই এক বিলম্বিত ।
তাতে কী তবুও বলছি আসবো ?
ধরিত্রী বিদায়ক তরে অগ্নিকাণ্ডে রেখেছি পা !
শীতাকুন্ড ন্যায় মহাবিপদ প্রলয়ণ এসেছে ,
বারংবার ঘাবড়ানো তবুও সংগ্ৰামে উর্ধ্বগতি;
তাতে কী তবুও বলছি আসবো ?
ছিন্নভিন্ন করেছি পাথর শৃঙ্গ,পর্বত, চূড়া !
রক্ত-লেলিহান যন্ত্রণায় রয়েছি-অসহ্যতায়,
তাতে কী তবুও বলছি আসবো ।