বলো হে" অশান্ত নয়,ক্ষান্ত পথেই অগ্নিতে জ্বলন্ত ?
জাতি,ধর্ম,বর্ণ খুঁজি না; খুঁজি হাহাকার আর্তনাদের মর্ম ।
বলো হে" রন্ধ্রে,রন্ধ্রে ক্ষিপ্ত রিক্ততা দুয়ারী ?
স্বয়ং স্বার্থে নহে" পরেই ডুবন্ত পাওয়ারি ।
শত্রু-মিত্র,পর-আপন বুঝিনা, বুঝি বাঁধনের পথ?
দ্বন্দ্ব-আড়ি খুঁজি না,খুঁজি সব ঐক্যমত্যর মত ।
মদন,মূর্খ,বোকা খুঁজি না;খুঁজি মানবের গন্ধ !
দারিদ্র্য "হোক" বৃদ্ধি পাক, তবুও মুছিতে পারিবো না মন্দ !
এসেছি হে"ধরণী ক্ষুধা,দারিদ্র্য বিমোচন রোধে ?
অবহেলিত,সন্ত্রাস-জঙ্গি;রিক্ততা উন্মোচন খোলে।
ভেঙে ফেলিতে এসেছি দুর্নীতি,সুদ,ঘুষ ব্যাংক
-ডাকাতি !
উন্নত দোহাই করালগ্ৰাসে অবনতি এক অপশক্তি।
তলিয়ে দিবো সব যৌন হয়রানির সীমাহীন পথ!
শিশু,মহিলা ধর্ষিত কেনো উগড়ে ফেলিবো সব ?
ঘুচিয়ে নির্যাতিত-নির্বাসিত সর্ব অত্যাচারি গ্ৰাস !
সভ্যতার দু'কূলে জীবন ঝুঁকিয়েও মৃত্যু এগেবো,
তবুও লড়বো না হ্রাস !
সাম্প্রদায়িকতা নয়, গনতন্ত্র স্বৈরাচারী নিষ্ঠুরতার
- বিধ্বংসী দ্বার ?
ষড়যন্ত্র কৌশলী, বাকশালী মুচড়ে ফেলিবো ঘাড় ।
বলো হে" দম্ভ মানি না গর্বই আনিবো কর্ম মান ?
জানই হারাবো তবুও হারাবো না মানবের দান ।