ব্যথারও পাহাড়ে হাতখানি ছুঁয়োনা
জাগিবে মরিবার স্বাদ!
পর কাতরে যতোটা যতই করিবে বিলি
ততো ততোটারই আসিবেই ঘাত।
মানুষ মানুষে গুণে সবকিছুর বসমতি নয়
জাগে আর ভাগে নিয়তির বাগে!
চরম মূল্য দিতে শিখিবে যখন
নিজেই নিজেরই কাঁধে।
লুটেপুটে যা তা একগুচ্ছ পলাতক বাঘ
সিংহাসনে বসায়োনা ক্ষুধার্ত বিজয়ীটাক!
আলপনা এঁকে এঁকে যাক বেঁধেছো বাসা
তার জ্বালা কাকে বলে জানো কি তাক?
সময়ের এক ফোড় অসময়ের দশফোড়
এ জগতেই বারংবার দেখিবে যাক।
চক্ষু-চক্ষুর গুণে নয় মানবতার মানুষ,
চিনো আর জানো নিজেকে ভাবো?
ভাবনার ভববাস ভবনের দ্বারে,
বারংবার ফিরিয়ে পাবো।