পড়াশোনা তলিয়ে গেছে
কর্মে লাগছে আগুন 🔥
বিবেক গুলোর চর্বি খেয়ে
দাঁড়িয়ে আছে শকুন।
ভালোবাসায় শর্ত এখন
অর্থ বোঝায় টাকা 💸
পৃথিবীতে জন্ম মানেই
কর্ম নিয়ে থাকা ।
শিক্ষা জ্ঞানে ভিক্ষা হারা
অজ্ঞরাই আজ জ্ঞানি!
গঙ্গার চরে ভাঙে বেড়ায়
শিক্ষার ঝোলা খানি ।
হারিয়ে গেছে সরকার পালা
লাগিয়ে আছে ছল!
নিভিয়ে যাচ্ছে যুবক আলো
মোবাইল ওয়ালার দল ।
সরে যাচ্ছে আচার বিচার
বাড়িয়ে যাচ্ছে বদ !
ডুবিয়ে গেছে বঙ্গ জুড়ে
সহজ সরল পথ ।
মুছিয়ে যাচ্ছে সামাজিকতা
চরম পথে জিনিস !
নষ্ট হচ্ছে কষ্ট তরে
অন্ত পুড়ে ফিনিস।
চরম পথে ধোঁকাবাজি
হারাম পথে দেশ !
ঋণের বোঝা মাথায় নিয়ে
বাংলায় আছি বেশ ।
জ্বালিয়ে গেছে ভাইয়ের বাঁধন
পড়িয়ে আছে আপন !
হাজার টাকার লেপ,,খেতাতে
জাগিয়ে আছে স্বপন।