একুব বেটার বেকুব ছেলে ,
-জগত খুরে খায় ?
নিজের কোনা ষোলো আনা !
-বান্ধে রাখে যায় ।
স্বয়ং উদর ভরতি হলে,
-সঞ্চয় করে ঝোলা ?
গাছ-গাছে গুপ্তো ভরে,
-ঝুলিয়ে খায় কলা ।
সুযোগ দেখেই প্রেম-পিড়িতি;
-অসুযোগেই ছল ?
দাওয়াত খাওয়ার ঢোল পড়িলে,
-লুটিয়ে পড়ে বল ।
তার চাপার ভরে রাজ্য নাচে ,
-হকের কাড়ে লাজ ?
ওর মিষ্টি ভাষী রঙ-বেরঙের ,
-বেসামালও পাছ !
জগত ভগদ নগদ ঝোলা,
-ঢংগের বেজায় হাসি ?
একুব বেটার বেকুব হলেও;
-আজোও,ওকেই ভালোবাসি ।