তাকিয়ে দেখিলাম পূথিবীর স্বভাব,
চারিদিকে উঁচু-নিচু অযথা অভাব ।
হেয়পন্ন,উঁচু পেয়ে ভাসিলো অতীত;
যশ-কূল,কৃপণা,সাজুগুজু নাপিত ।
চিল,কাক হার মানিলো, মানবে দানব;
মিথ্যুক ছড়াছড়ি,তারি মেতেছে হলফ !
কে যাচে কার,স্বার্থের দিশেহারা তাঁর ?
অকাল বন্যায় মুচড়ে পড়েছে,নিজেরই ঘাড় ।
হালওয়ালার হাল নয়,বাদশা জুড়েছে হাল !
টাকাওয়ালার টাকার পাহাড়,অভাগিনীর উঠেছে চাম।
দেউলিয়াত্ব প্রেমিকের, অকাল যৌবনী সত্তা;
এক মুঠো ভাত মিলে,আক্কেলের হয়না মাত্রা ।
ভাইয়ের বিরোধ ভাই, ধৈর্য উড়েছে ছাই !
নিচ বত্ম উঁচু মিলে,জমিদারি নাই ।
আলস্যের-অলসতা, বেকারের উঠেছে পোকা ?
অযোগ্যর চাকরি মিলে- এম.এ পাশ হয়েছে বোকা।