আজ গেড়েছে ইরির আবাদ
কাল গজাবে পাতা।
রোজ সকালে মাইকওয়ালাদের
চলবে হালখাতা।
রঙে সবুজ রঙ মাতানো
বসছে ফাগুন মেলা।
ঝলমলে, ওই রৌদ্র তাপে
প্রাণ চঞ্চল বেলা।
নবো আলোর নবো পলক
বৃক্ষে নবো পাতা।
ভালোবাসার আবেগ ছোঁয়া
ফাগুন মাসেই গাঁথা।
আজ দেখিলাম হলদে পাখি
-কোকিল,ডাহুক, পেঁচা!
হরেক রঙের হরেক রকম
মন মাতানো চেঁচা।
কৃষ্ণ ডালে ছোটন বাবুর
লাল ছড়ানো খেলা।
মনের শখে থাকুক সবার
হরেক রকম বেলা।
মোদের গ্ৰাম মোদের শহর
বাজবে মনের বল!
একটি আশায় এক স্বপ্নই
ফলুক সবার ফল।
অন্তরীক্ষে,মেঘ -পূঞ্জ
সমীর মৃদু আঁচে!
ধুলাবালির সতেজ বুকে
ফাল্গুনীটিই নাচে।