মনুষ্যত্ব হারিয়ে গেলে
অসহায়ত্ব রোজ!
মুক্তা,সালাম সনদ পুড়ে
চাকরির পেলো খোঁজ।
পোড়ার জিনিস রান্নাবান্নায়
পোড়ার জিনিস ইট!
শেষ পোড়া যে জ্ঞান শিক্ষায়
কার জাগে না হিট ?
পোড়া কপাল মনুষ্যত্ব
পোড়া কপাল বই !
শেষের পোড়া পড়াশোনায়
সার্টিফিকেট পুড়ে সই।
দাবি দাওয়া রাষ্ট্র ধাওয়া
বেকার জ্বালায় দেশ!
এক,একটিক চাকরি দিলেই
-আর গুলো কি শেষ?
মলম মারেই কলম চলে
সেই দেশেই আজ বাস!
চাকরি সীমার বয়স কেনো ?
সংবিধান করো পাস।
জ্ঞানের তরে পড়াশোনা
পড়ার শেষে কর্ম?
নিজের পদে দেখিয়ে ভাবো
অন্য জনের মর্ম।