বকবক,ঝকঝক
বাংলাদেশী ধর্ম,
যে দোষে এখনও
মরেছি সর্ব।
সারাক্ষণ প্যাচাল
বেজেছে ক্যাচাল!
বিরবির, টুরটুরোই
আসলেই বাচাল।
দল বল বসে বসে
উঠেছে গুজব!
বাঁশঝাড়, পথঘাটে
হাঁটা যে আজব।
মসজিদ, মন্দির
বাজার আর অন্দর?
এই পোস্ট খালি নাই
শহর আর বন্দর।
ভাবা আর ভাবা
অযথা স্বভাব!
যার ভাবা তার নাই,
কি যে এক অভাব।
চলা আর বলা
পথে পথে জ্বালা!
এমনি পথ চলিলে
কপাল খোড় শালা।