মামু নাই খালু নাই
চাকরির আবার কোটা!
পড়ার শেষে বেকার ভাইয়ে
পাড়ার শোনে খোঁটা।
বন্ধ,খোলা বিদ্যা পাকে
ছাত্র হলো ঝরা!
অন্ধকারই জাগিয়ে দিলো
ছাত্র সমাজ বাড়া।
লক্ষ,লক্ষ বেকার হলো
ভাবনা দিলো বাড়ে!
নিজের মেধায় চাকরি হবে
আন্দোলনের চাড়ে।
কোটা নিয়ে বোঁটা ভারে
সরকার হলো কাল !
গুলি চালায় নির্বিচারে
ছাত্র হলো ঢাল।
সেই গুলিতেই মৃত্যু হলো
স্বাধীনতার বল!
বাহান্নটাও হারিয়ে আজও
চব্বিশতেও জল।
পদ্মাসেতু,মেট্রোরেল
ফ্লাইওভার যতো,
উন্নয়নের জোয়ার দেখে
ভাগ্যহারার মতো।
আন্দোলনে গুলি হলো
বলি হলো বোঝাই!
বোঝার বুকে হানা দিয়ে
সরকার চাল সাজায়।
জঙ্গি হলো ভঙ্গি হলো
নিষিদ্ধ হলো জামায়াত!
নিজের ঘরের নেই ভরসা
অন্যায় ভাবি হামাদ।
৪ দফা ৯ দফাই দাবির
হলো জোর?
জোরের টানে পুলিশ দিয়ে
সরকার খোঁড়ে গোর ।
দিন-রাত ছাত্র জনের
ভাবনা বাড়লো বেশ!
ছাত্র জনের গনদ্বারে
হাসিনা ছাড়ে দেশ।