ভাষা শহীদরাও হারিয়ে গেলো
তোমার ক্ষমতায়!
একাত্তর হানা দেখি নাই,
হানা দেখি তোমার জড়তায়।
আবেগ,বিবেক বন্দী করে
চালাও তুমি দেশ !
স্বাধীনতায় আজ‌ও দেখি
ছাত্র হানা বেশ।
সব জনতা সব‌ই তোমার
মরবে কেনো বলি?
দাবির তরে মিছিল হলে
কেনো মামলা,হামলায় জ্বলি?
রক্তে লাল গণহত্যা
হলে হলে দ্বার !
লাশের বলি গদি হলে
বলো, কেমনে পাবা ছাড়।
গনতন্ত্র আছে বলেই
চাইতে গেছে দাবি?
দাবির তরে পুলিশ কেনো
যুদ্ধ বাধতে যাবি?
আইন আছে বলেই তোমার
বন্দুকধারী নল !
দাবির মিছিল বড়ো হলেই
ওরা নাকি জঙ্গি গোষ্ঠী দল।
কে ছাত্র কে জনতা
কি পরিচয় বলো?
কোন আইনে সংবিধানটা
লিপিবদ্ধ ছিলো।
আমরা আছি বলেই ওরা
সাহস নিয়ে বাঁচে!
বাপের ছেলে ছাত্র হলে
বাঙালি থাকে পাশে।