পেলেই চাকরি সরকারি
ভুলে যায় সব!
যোগ্যতা যাই হোক
পাছেতো জব।
দাম হারে বেকারের
মান বাড়াও সরকারি?
উদ্যোক্তা বাড়াও যদি
বাড়াও মান সবখানি।
ওরাই মূর্খ ওরাই শিক্ষিত
তারাই করে জব!
জবের মূল্যে বেড়ে দাও
কর্মে সব।
সরকারি, বেসরকারি
হোক না কোম্পানি?
কর্মের বাংলাদেশে
একই হোক জয়ধ্বনি।
ক্ষেত-খামার, অফিস-আদালত
যার যে কর্মে তাই?
কর্মের নাই ছোটোখাটো
গণতন্ত্রে,সংবিধান চাই?
কাজের গতি হোক
শহর আর গ্ৰামে?
সংবিধান অনুযায়ী
সবাই থাক আরামে।
ভেদাভেদ ভুলে গেলে
তবে ফিরিবে বাংলাদেশ।
কর্ম কর্মের হিমসিম
নিপাত যাক সর্বশেষ।