লোভের মত্তে তারুণ্য পরাজিত,

হারিয়ে ফেলাতে যাচে না মন্দ ।

কুড়ে পাওয়া সৌখিনে কে না বসবতি ?

দারিদ্র্য শিল-নিগড়ে ঝাঁপিয়ে মরিয়া !

বুঝি এই ধরণী লিপ্সা ফাঁদে আটকানো ।

কলঙ্ক এসেছে দুই হাত ভরে ,

এই বোঝার ভার নিতেই হবে তোমাকে ?

দাউ দাউ জ্বলছে আগুন !

ফাগুনের আজ বেলা ডুবেছে ।

চটকাতে পড়েছে বিষাক্ত সাপ !

উপশম সব গুলো ভাটি দিকে ক্ষিপ্তো ।

খুন,অপহরণ,ধর্ষণ,লুন্ঠনে যুগ হয়েছে যুক্ত !

মোবাইল কিনেছে সাতটা, ফেসবুকে আড্ডা ।

আজ‌ও হেরিনি বিশ্ব বুকে দারিদ্র্য হত্যা !!!

কি পারিনি মানুষ পারিনি সূর্যটা ঘুরাতে ?

অন্তরীক্ষ খুঁটির সন্ধানে মানুষ আজ হতাশ !

ফিরিয়ে ব্যর্থ দুয়ারে বলিলো,এর নির্মাতা কে ?

নিখিল বিশ্ব লিখিলো অজানাটাই থাকিলো ।

ঘুরে ফিরেই সেই এক নায়েই বসিলো !

অন্ধকার এক রাত্রির সংকটময় পরবাস ।

দিপ্তীর তারা গুলো যেনো খসে এলো হাতে ,

অবাক দৃষ্টি চাতক পাখির মতো ঝুলন্ত ।

মাথার খুলি সব গেলো চুলায় !

চেতনা টনকে নড়িলো এর নির্মাতা আছেই ?

"নিশ্চয়ই" তিনি রেখেছে মোদের ধুলায় ।