মরবে কতো রাইফেলতে,
গনতন্ত্র ঝাঁক?
হও জনতা রক্ত স্রোত
আজি,,গদি হটাও তাক ।
আন্দোলনে রক্ত বোঝায়
তিক্ত দেশে দাম।
বাকশালের ওই গোষ্ঠী কিলাই
গদির থেকে নাম।
ভরিয়ে গেছে দেশদ্রোহী
রক্ত লেলিহান।
কিসের পাওয়ার দেখাও তোরা
কিসে তোদের টান।
সেবক কেনো অস্ত্র চালায়
আবেগ কেনো ছাই?
গদিদ বসে মারবি কতো
শুনতে মোরা চাই?
ওরা কাড়িয়ে নিছে মানবতা
হারিয়ে দিচ্ছে দেশ।
জবাবদিহিতা মুছিয়ে দিয়ে
দেশটাই করছে শেষ।
ওদের জনশক্তি,ভিডিও কনফারেন্সে
দ্বারে দ্বারে ভয়।
সভা, সমাবেশ বন্ধ করে
বিনা ভোটে জয়।
এভাবেতে চলবে কতো
মরবে কতো ভাই ?
আন্দোলনের রক্ত জোয়ার
গড়তে মোরা চাই ।
সারাদেশে ধুঁকছে মানুষ
শোকছে মনো প্রাণ।
উল্টা পাল্টা আর মানি না
হারায় হারাক জান।
গনতন্ত্র শূন্য ভাসা
ধন্য অস্ত্র জোর।
অভাব দুঃখির বাংলাদেশে
রাষ্ট্রে বসা চোর ।
ওরা নিভিয়ে দিচ্ছে যৌবনতা
কাড়িয়ে নিচ্ছে আলো।
পুলিশ গুলো লেলিয়ে দিয়ে
চালিয়ে যাচ্ছে ভালো।
আমরা যদিও হারিয়ে যাই
হারাইবোনা দেশ।
হারার আগে বাকশালকে
করিয়ে যাবো শেষ।