শান্তি আমার নাইরে দেশে !
গণতন্ত্রের ভয় !!!
রঙ্গ-তামাশায় হায়হুতাশি,
লুটপাটে সব জয় ।
রগ চেতাদের কিল বাহাদুরি,
চলছে মনের মতো !
খুন খারাবি আর কতোকাল,
চলবে শতশত ???
বঙ্গ স্বাধীন এই বুঝি তোর ,
নয়ন অশ্রু জ্বালা !
ক্ষিপ্ত নবীন জাগ "হে" তোরা ?
-অদ্য পথ হারানোর পালা ।
আজকে মোদের বঙ্গ দেশে,
স্বপ্ন হারার পথ !
অসহ্য ব্যথায় রাষ্ট্র নিয়ে,
চলছে বিভেদ মত ।
আয় "হে" আমার বাংলা মায়ের ,
-বঙ্গ নবীন বীর ?
রাষ্ট্র-ফ্যাসাদ বন্ধ করে,
শান্তি আনি ফির ।
এই স্বাধীন বাংলায় বীর শহীদরা,
ছিনিয়ে এনেছে জয় !
সেই বঙ্গ দেশে দ্বন্দ্ব-ফ্যাসাদ,
কেমনে প্রাণে সয় !!!
সেই দিনেরই বিজয় আশায় ,
থাকবো বসে বসে ?
এক বাঁধনে মিলবে যেদিন,
বঙ্গ ভাইয়ে ভাইয়ে ।