বন্দি গারে আর কতোকাল
- ধুকবো মাগো বল ?
এই শক্ত মেঝেই রক্ত ঝরে;
ফেলবো কতোই জল ।
তোর দিব্যি আদেশ মুক্ত হলো
- বন্দি হলাম মোরা !!!
শিকল গারে মুষ্টি হাতে,
ওই ,ভাঙবো তালার জোড়া ।
এই স্বাধীনের মুক্তি কী বল ?
আজ বঙ্গে জুড়ে শোক !
৫০ বছর পার করেছি,
কেনোই তাও মিটিনি রোগ ?
তোর উড়াল দীঘির সরল গায়ে,
কাক-শকুনের মরা !
তোর বঙ্গ কেনো জ্বালিয়ে-পুড়িয়ে,
ছারখারেতে গড়া ?
সত্যের বাঁধন গুপ্তো কাঁদন,
শান্তির এখন জ্বালা !
বঙ্গ জুড়ে টালবাহানায়,
অগ্নি ঘরে তালা ।
ছিনিয়ে নিবো হীনবলতা ?
রাখবো আগুন পা ?
জুয়া-ছলের গোষ্ঠী ভাঙবো,
যা ঘটবে যা ।
আমরা যখন মরার নবীন
- মরতেই এসেছি !
কোথায় তোর স্বাধীনতা ,
মূল্যই আছে কী ?
শক্ত হাতে দমিয়ে দিবো
ঘুচিয়ে নিবো বাঁধন ।
বঙ্গ মায়ের হাহাকার আর,
রাখবো না আর কাঁদন ।