বলো উন্নত রোল মডেল "বঙ্গবন্ধুই" ?
তুমি এনে দিয়াছো বাংলার স্বাধীনতা !
তুমি আধারকে করেছিলে আলো, নগন্য সময় ।
তুমিই ইতিহাসকে করেছিলে জাগ্ৰত, মৃত্যু দ্বারে !
তুমি স্বয়ং বিলিয়াছো নিঃস্ব, বঙ্গ তরে !!!
তুমিই বাঙালির গর্ব নামে-এক বিশ্ব,
তুমি দেশ করেছো সঙ্গ, আজও হয়নি ভঙ্গ ।
তুমিই বঙ্গ, তুমিই ধ্বজ, স্বাধীনতা ন্যায্য ?
বঙ্গবন্ধু তুমি স্বপ্ন নও, বাস্তবতায় মহা রাজ্য ।
মহাবিপদ করেছো ছারখার,দেশ টানে নিঃস্ব !
আজও এই ইতিহাস মুছতে পারিনি বিশ্ব ।
তুমি দামাল, তুমি বীর, তুমিই ঝঞ্ঝার আওয়াজ ?
তুমিই বীরত্ব স্বাধীনতা,বঙ্গ নদীর অগ্নি জাহাজ ।
তুমি বঙ্গবন্ধু তুমিই জাতির জনক ?
তুমিই বাঙালি প্রেরণা,উজ্জীবিত বাঙালি সাহস ।
তোমার ধুলায় আজ কুলঙা,নিঃস্ব শূলনিগড়ে !
পঁচাত্তর ভুলিনি আজও প্রতিটি বাঙালির হ্নদয়ে ।
জঙ্গি-সন্ত্রাস,রাজাকার-আলবদর কেহ পারিনি পার!
রাষ্ট্রদ্রোহী দোসরদের ভেঙে ফেলেছি পৃষ্ট ঘাড় ?
বেঁচে রবে বাঙালির যতোকাল স্বাধীনতা,
বঙ্গবন্ধু নামের মুছতে পারবেনা একটি কথা ।