ধূলোবালি কুঁড়ে ঘর
মুছিবে কতো বল!
মাজারে ছিটিলে টাকা
কি মিলে আমলের ফল?
বাজারে বাজারে অভাবি
স্বভাবে কেনা দাম!
হাজার টাকায় মিলে না
কুরে কুরে কাম।
হাতে কাটা মাটি
খেয়েছে ভেকু।
ধান কাটছে মেশিনে
বাকি (আছে) কতোটুকু?
দিনে দিনে তরুণদের
পথে পথে কাঁটা!
কর্মবীনে বেছে নিলো
রাস্তার ঝাটা।
ফাঁক ফোকরে শহরে
রিক্সা চালায়!
আতি পাতি নেতা মরেছে
তাদেরই জ্বালায়।
আলস্যের পাগলামি
আরামের দেশ!
প্রযুক্তিই গড়িবে
মানবের শেষ।