বন্দী খাঁচার পাখিরে তুই
দিলাম তোকে ছেড়ে
যা উড়ে যা তুই আকাশে পানে
কোন বাঁধনে বাঁধবো না আর তোকে।
ভালোবাসার শিকলে বেঁধে
রাখবো না আর তোকে
স্বাধীন করে দিলাম আমি
কষ্ট বুকে রেখে।
কষ্টগুলো থাকনা আমার
বুকের গভীরে তে
দোয়া করি সুখে থাকিস
জনম জনম ধরে।
মনের সুখে ঘুরে বেড়াস
নীল আকাশের গায়ে
ক্লান্তি হলে ফিরে আসিস
আমায় মনে করে।
ভালোবেসে এই কুঁড়েঘরে
সুখে আর দুঃখে
একসাথে না হয় থাকবো দুজন
অনন্তকাল ধরে।