হেমন্তের শেষ সন্ধ্যায় প্রেক্ষাগৃহে
যখন থই থই ভীড় ঠাসা,
আর সকলের চোখ মঞ্চজুড়ে
রঙিন লাইটের মতো ঘুরছে।
চেনা অচেনার ভীড়ে
আমার চোখদুটো তখন
আটকে গেল ঠিক মঞ্চের মাঝে।
তোমায় ঘিরে অনেক
চেনা অচেনা মানুষের ভীড়
কাছে পৌঁছানোর ফুসরত নেই।
অনেক কিছু বলার ছিল
কেমন আছো? আরো ইত্যাদি......
তার আর সুযোগ পেলাম কই।
গ্রীস্মের রোদ্দুরে ক্লান্ত শরীর এলিয়ে-
ঘুমিয়েছি তোমার কোলে মাথা রেখে
বটের শীতল ছায়া তলে।
বসন্তের হোলির রং একসাথে মেখেছি
শরতের কাশফুল গুঁজে দিয়েছি
তোমার খোঁপায়।
শীতের উত্তুরে হাওয়াকে পাত্তা দেইনি
সেদিন হেমন্তকে অনেক সেধেছি
না-বলা কথা আর হলো না বলা।
তাই অনেক কষ্টে আমার চোখের
বর্ষাকে আটকে রেখেছি।