গোধূলির আবছা আলোয়
বারবার দেখি তোমার একটা আকাশ।
তখন মনে হয় আমি তোমাকে ছুঁই
হয়ে মৃদুমন্দ দখিনা বাতাস।
একদম নিঃশব্দে এসো চুপিসারে
অভিসারের মতো
শুধু শব্দের আলাপনে।
রজনীর দ্বিপ্রহরের করাল অন্ধকারে
আরও একবার ছুঁয়ে দেখি
তোমাকে একান্ত গোপনে।
তোমার সেই বৃষ্টিভেজা
অনাবৃত্ত স্নানের দৃশ্য
আরও একবার ফুটে উঠুক
আমার হৃদয়ে ক্যানভাসে।
বিদ্যুৎ ঝলকানি আর
মেঘের গর্জনের সাথে
আমিই শুধু থাকতে চাই তোমার পাশে
ভালোবাসা নিয়ে প্রেমিক হয়ে
শুধু ফিরে এসো আরও একবার।
দেখো সব অভিমানের অশ্রু মুছে,
ঝাঁপিয়ে পড়বো তোমার বুকে বারবার।
সম্পূর্ণ ধ্বংস হবার আগে
মেতে উঠবো সৃষ্টির উল্লাসে আর আনন্দে।
ভুলে যাবো আজ,কাল, আগামীর ব্যবধান
আর দিন রাত ও সকাল সন্ধ্যা।