তুমি কি জানো তার খবর!
এখনো সেই মানুষটি
মধ্যরাতে তোমাকে ভাবে
তোমার জন্য প্রতি রাতে নীরবে কাঁদে;
চোখের জল শুকিয়ে গেছে কবে
হৃদয় উদ্যান আজ শুকনো মরুভূমি
সবুজ পাতার গায়ে রঙহীন বসন্ত—
করে নিত্য সারাবেলা।
সেসব কথা ভাবি বসে বসে আনমনে
তুমি আছো, কি না আছো—
সংশয় জাগে মনে
আলো-আঁধারে তুফান ভাঙে জীবন-স্বাদে ৷