পুরুষ তুমি এই সংসারে
তোমার কত মূল্য?
দাঁড়ি পাল্লার একদিকে তুমি
আর অন্য দিকে টাকা লাগবে যত।
নারী এই সংসারে
তোমার কত মূল্য?
সকালে ঘুম ভাঙা থেকে
রাত ঘুমোতে যাওয়া পর্যন্ত
খাটতে পারবে যত।
ছেলে,এই সংসারে
তোমার কত মূল্য?
ছোটো বেলায় সব দায়িত্ব
বাবা-মায়ের আর
বড় হলেই এড়িয়ে চলবো যত।
মেয়ে এই সংসারে
তোমার কত মূল্য?
বাবার লক্ষ্মী প্রতিমা
বিয়ের পরে স্বামীর সব যত।
বাবা-মা এই সংসারে
তোমার কত মূল্য?
এই সংসারের বোঝা আমার
বেশীদিন বাঁচবো যত।।