তোমাদের বিদায় জানাতে
আমার চোখের জল শুকিয়ে গেছে
কণ্ঠস্বর কেন যেন আজ বাকরুদ্ধ
হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা কষ্টের বর্ষণে ভিজে হয়ে যাই আমি একাকার।
আমাকে ফেলে কেন যেন সবাই
একা করে চলে যাচ্ছে মৃত্যু পুরের বসতি গড়ে,
আমি শুধু বসে থাকি
স্বজন হারানোর ব্যথা নিয়ে
এক নির্জনতার মঞ্চে।
তারা কেউ আর কোনদিন ফিরে আসবে না
এই রঙ্গমঞ্চের দুনিয়া
তারা পৌঁছে গেছেন তাদের স্থায়ী ঠিকানায়
আজ আমি শূন্যতার মাঝে খুঁজি
তাদের স্পর্শ ও অনুভূতি
খুঁজে চলেছি হৃদয়ের নিগড় থেকে উঠে আসা ভালোবাসার অনুভূতিটুকু।
আজও আমি শুনতে পাই
তাঁদের নামের ঘোষণা
প্রতিধ্বনিত হয় মঞ্চের কানায় কানায়
ভাবি এই বুঝি তাঁরা একে একে উঠে আসবে
রঙ্গ এই মঞ্চে-
তাঁদের কবিতা ও গল্প উপস্থাপন করবেন।
তা আর কোনোভাবেই সম্ভব নয়
তাঁদের আর দেখতে পারবেনা কেউ
মঞ্চের সামনে বসে থাকা দর্শক সারিতে
পড়ে রবে তাঁদের অতীতের সৃষ্টি নিয়ে
দর্শক শ্রোতাদের হৃদয়ের অন্তঃস্থলে।