নিশ্ছিদ্র রাতে নামে নীরবতা,
আকাশে ঝরে অসংখ্য ভাঙা তারা।
তোমার অপ্রকাশিত কথারা এসে,
আমার বুকের গভীরে খোঁজে আশ্রয়।

ভাবনায় তোমায় এঁকেছি বারবার,
অসীম কল্পনার অচেনা রেখায়।
হৃদয়ে বুনেছি এক সেতু অদৃশ্য,
যেখানে তুমি আমি একাকার হয়ে যাই।

অজানা কারণেই তোমার চিহ্ন খুঁজি,
এ পথের ধূসর ধুলোর রেখায়।
অন্ধকারের ছায়া হয়ে ছুটে চলে,
আমার নিঃসঙ্গতার অবিরাম সঙ্গী।

স্বপ্নের সেই দিনের গল্পগুলো,
সত্যি কি ছিলো কোনোদিন?
নাকি হারিয়ে যাওয়া সন্ধ্যায়,
মিশে গেছে তারা প্রান্তিক আলোয়?

তোমার হাসির গোপন সুরগুলো,
আমার নির্জনতার প্রতিধ্বনি।
বাতাসের মৃদু ফিসফিসানিতে শুনি,
তোমার নিঃশ্বাসের স্পর্শের আভাস।

শরতের নীল আকাশ যখন,
সেজে ওঠে সাদা মেঘের ছোঁয়ায়।
মনে হয় যেন তুমি তখন,
পাশে বসে আছো নির্জনতায়।

তবুও তুমি আসো না,
অপেক্ষায় কাটে প্রতিটি প্রহর।
তোমার ছায়া কি তবে
আমার ভুলেরই এক মিথ্যা মোহ?

এটাই কি তবে জীবন,
একেকটি অতৃপ্তি জড়ানো অধ্যায়।
যেখানে তোমাকে ভালোবেসে,
আমি নীরবতাকেই আপন করে রাখি।